Technical SEO নিয়ে শুরু করতে যাচ্ছি একটা মেগা সিরিজ ভিডিও। যেখানে ১০০+ ভিডিও লেসন থাকবে। ছোট থেকে বড় প্রতিটা বিষয়ে প্র্যাকটিক্যালি ইন ডেপথ আলোচনা করা হবে। আজকে থাকছে প্রথম পর্ব।
What is Technical SEO?
একটি ওয়েবসাইটের টেকনিক্যাল বিষয়গুলো অপটিমাইজেশন করার যে প্রক্রিয়াগুলো রয়েছে এবং ঐ বিষয়গুলো অপটিমাইজেশনের মাধ্যমে SERP তে সাইটের অর্গানিক রেংকিং ইম্প্রুভ করে, ঐ সকল ফ্যাক্টরগুলো কে Technical SEO বলা হয়। অনেক ধরনের Technical SEO ফ্যাক্টর রয়েছে যেমন- optimize the speed, redirects, 4xx error pages, responsiveness, indexability, crawlability এবং আরও অসংখ্য বিষয়।
টেকনিক্যাল এসইও এর সকল ফ্যাক্টরগুলো মেজর রেংকিং ফ্যাক্টর না। কিছু ফ্যাক্টর মেজর (core web vitals, Mobile Responsive etc) এবং কিছু ফ্যাক্টর মাইনর। তবে মাইনর ফ্যাক্টরগুলোকে নেগলেট করার সুযোগ নাই কারণ অনেকগুলো মাইনর ফ্যাক্টর একত্রে সাইট রাঙ্কিং এ বেশ ভাল প্রভাব ফেলবে। ভাল পজিশানে সাইট রাঙ্ক করতে চাইলে অবশ্যই টেকনিক্যাল এসইওতে ভাল গুরুত্ব দিতে হবে।
Why Is Technical SEO Important?
ওয়েবসাইট রাঙ্কিং এর জন্য গুগল বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাক্টর বিবেচনা করত। যেমন – ব্যাকলিংক, রিলাভেন্ট ব্যাকলিংক, অন পেইজ, কনটেন্ট আরও অনেক কিছু। টেকনোলজি উন্নত হওয়ার সাথে সাথে অনেক টেকনিক্যাল বিষয় সামনে চলে আসে যেমন- মোবাইল ইউজার বেড়ে যাওয়া, আর মোবাইলে যেন সাইট ঠিকঠাক দেখা যায় সেইটা নিশ্চিত করা, এটা হল টেকনিক্যাল এসইও এর কাজ। এমন অসংখ্য বিষয় জড়িত আছে টেকনিক্যাল এসইও এর সাথে।
আগেই বলেছি টেকনিক্যাল এসইও এর সকল ফ্যাক্টরগুলো মেজর রেংকিং ফ্যাক্টর না। তাই শুধুমাত্র সাইটের টেকনিক্যাল এসইও পারফেক্ট থাকলেই সাইট রাঙ্ক করবে এমন নয়। তবে টেকনিক্যাল এসইও পারফেক্ট থাকলে রাঙ্কিং এ ভাল অবস্থায় থাকা যাবে।
Important elements of Technical SEO
টেকনিক্যাল এসইওতে আমাদের যে বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ টেকনিক্যাল এসইও এর এলিমেন্টগুলো নিম্নে দেওয়া হল। এই এলিমেন্টগুলো নিয়ে আর্টিকেল এর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া থাকবে।
- How Search Engine Works?
- Crawling, Analyzing, Indexing, Rendering
- Sitemapes (XML and HTML Sitemapes)
- Mobile bot crawl behavior
- Log file analysis
- Core Web Vitals (LCP,FID,CLS)
- Mobile-friendliness – Responsive Design, Dynamic Serving etc.
- Safe-browsing
- HTTPS
- Intrusive interstitial guidelines
- Accelerated Mobile Pages (AMP)
- Progressive Web Apps (PWP)
- Responsive design
- Schema markup
- Microdata & JSON-LD
- Rich Snippets
- HTML,CSS and JavaScript Optimization
- Image and Code compression
- Implement a CDN
- Use Upgrade Hosting
- Caching (Server and Client / Browser Caching)
- Proper Use of Web fonts
- Critical rendering path/lazy loading
- DOM rendering / DOM Structure
- Javascriptframeworks rendering
- Duplicate content Optimization
- Thin content Optimization
- Entity optimization
- Different status codes
- Canonicalization
- Cannibalization
- txt
- meta-tags / Robots meta directives
- Website Architecture / Website Structure
- URL structure
- Internal linking
- Internal linking
- Breadcum Navigation Structure
- Taxonomy (Category and Tag)
- Image Optimization
টেকনিক্যাল এসইও নিয়ে আমরা একটি ধারাবাহিক সিরিজ ভিডিও শুরু করেছি। ফুল প্লেলিস্ট এখানে পাবেন – https://www.youtube.com/playlist?list=PL9J8_QW19om8Hao6nGVDTiYum2IWxPz8G