কীওয়ার্ড কাকে বলে? এসইওতে কীওয়ার্ড কত প্রকার ও কি কি?

keyword types in bangla

What is Keyword?

SEO keywords (also known as “keywords” or “keyphrases”) হল ঐ সকল টার্মস যেগুলো বিভিন্ন ওয়েবপেজের কনটেন্টে ব্যাবহার করা হয় যাতে করে ঐ টার্মসগুলো সার্চ ইঞ্জিন রাঙ্কিংএ ইম্প্রভ করতে পারে। কীওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে সঠিক কীওয়ার্ড নির্বাচন করা হয় যেখানে এই সকল বিষয় (search volume, competition and commercial intent)বিবেচনা করা হয়।

Why Need Right Keywords?

একটা সাকসেসফুল সার্চ স্ট্রাটেজি তখনই তৈরি হয় যখন সঠিক টাইপের কিওয়ার্ড কে টার্গেট করা হয়। যখন আপনি সঠিক টাইপের কিওয়ার্ড নির্বাচন করতে পারবেন তখন সাইটে বেশি বেশি ট্রাফিক , qualified leads এবং বেশি conversions পাবেন।

নিম্নে বিভিন্ন ধরণের কীওয়ার্ড নিয়ে উদাহরণ সহ আলোচনা করা হলঃ

Market Segment Keywords:

ইন্ডাস্ট্রি অথবা ব্র্যান্ড এর সাথে সম্পর্কযুক্ত জেনেরিক কীওয়ার্ডস গুলো হল মার্কেট সেগমেন্ট কিওয়ার্ড। ইন্ডাস্ট্রি অথবা নিস মার্কেটিং উদ্দেশ্যে এই কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। এই কিওয়ার্ডগুলোর সাথে মডিফায়ার ব্যবহার করা হয়।
Example: Running Shoes, Climbing Shoes

Customer Defining Keywords:

Customer-defining keywords are search phrases that identify a specific subset of customers or audience. In these searches, customers use words or phrases to define themselves. Also Known as demo graphic segmented Keywords.
নিদৃষ্ট টাইপের কাস্টমারকে টার্গেট করার জন্য যেসকল কিওয়ার্ড ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড। এই ধরনের কিওয়ার্ডগুলো কে Demographic Segmented Keywords ও
বলা হয়।
Example: Running Shoes for Men

Product Keywords:

যেসকল কিওয়ার্ড দ্বারা নির্দিষ্ট কোন ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিস সার্চ করা হয় ঐসকল কিওয়ার্ডগুলো কে প্রডাক্ট কিওয়ার্ড বলা হয়।
Example: mi smart band 4

Branded Keywords:

Branded কিওয়ার্ড হল ঐ সকল সার্চ ফেজ যেখানে ব্র্যান্ডের নাম অথবা ব্র্যান্ড রিলেটেড অন্যান্য টার্মস যুক্ত থাকে। অন্যভাবে বলা যায় এই ধরনের কিওয়ার্ড গুলোর সাথে শুধু ব্র্যান্ডের নাম অথবা ব্র্যান্ডের নাম সাথে প্রোডাক্ট টাইপ অথবা প্রোডাক্টের নাম অথবা বর্ণনামূলক সার্চ ফেজ থাকতে পারে।
Example: apple macbook pro

Non-branded keywords:

Non-branded keywords হল branded keywords এর উল্টোটা অর্থাৎ যেখানে কোন ব্রান্ড নাম থাকে না।

Competitor Keywords:

Competitor keywords হল ঐ সকল কিওয়ার্ড যাদের দ্বারা প্রতিদ্বন্দ্বী বিজনেসের ব্রান্ড নাম অথবা প্রোডাক্টের নাম অথবা সার্ভিসের নাম টার্গেট করা হয়। যেকোনো বিজনেসের জন্য এই ধরনের কিওয়ার্ডগুলো রিসার্চ করা অবশ্যই জরুরি কারণ এই রিসার্চ এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বী বিজনেসের টার্গেট কাস্টমারদের কাছে সহজে পৌঁছানো যায়।
Example: For Nike, a competitor keyword could be Reebok running shoes.

Geo-Targeted Keywords:

Geo-targeted keywords হল ঐ সকল সার্চ ফেজ যাদের দ্বারা কোন লোকেশন টার্গেট করা হয়। ব্যবহারকারীরা এই সকল কিওয়ার্ড গুলো দ্বারা তাদের নিকটতম কোন কিছু খুঁজতে চায় অথবা দূরবর্তী কোন লোকেশনের কোন বিষয় সম্পর্কে তারা জানতে চায়। এই কীওয়ার্ড গুলোকে Inferred কিওয়ার্ডও বলা হয়।
Example: Apple Store In Dhaka

Short-tail keywords:

Short-tail keywords কে head, broad, or generic keywords ও বলা হয়ে থাকে। এই ধরনের কিওয়ার্ডগুলো খুবই পপুলার এবং এরা broad search terms হিসেবে ব্যবহৃত হয়। এই ধরনের কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম অনেক বেশী হয়ে থাকে। এই কিওয়ার্ডগুলো দুই থেকে তিন সংখ্যার হয়ে থাকে এবং এরা very competitive to rank।

Example: Shoes, Tennis

Types of Keywords নিয়ে আমাদের ভিডিওটা দেখতে পারেন –

Mid-Tail Keywords:

দুই থেকে তিন সংখ্যার যেসকল কিওয়ার্ড generic head keywords থেকে কিছুটা descriptive তাদেরকে Mid-tail keywords বলা হয়। এদের high volume of traffic থাকে কিন্তু highly competitive for ranking।
Example: Basketball shoes

Long-Tail Keywords:

Long-tail keywords গুলো হল longest search terms (4+ words) এবং এইগুলো very targeted to a specific topic or audience. এগুলো low search traffic এবং low-competition keywords। এদের conversion rates সবসময় head and mid-tail keywords থেকে বেশি।
Example: best running shoes for bad knees

Primary Keywords:

কোন একটি পেজে যে কিওয়ার্ডকে মেইনটার্ম হিসেবে যুক্ত করা হয় তাকে প্রাইমারি কিওয়ার্ড বলা হয়। প্রতি পেজে অন্তত একটি কিওয়ার্ডকে প্রাইমারি কিওয়ার্ড হিসেবে ব্যাবহার করতে হয়। প্রাইমারি কিওয়ার্ডকে ফোকাস কিওয়ার্ডও বলা হয়।
Example: best chef knives

Secondary Keywords:

প্রাইমারি কিওয়ার্ডের সাথে closely related কিওয়ার্ডগুলোকে Secondary keywords বলা হয়। keyword optimization এর জন্য Related terms (Secondary keywords) গুলো খুবই হেল্পফুল, কারন তারা পেজে কন্টেক্সট যুক্ত করে এবং সার্চ ইঞ্জিনে এক্সট্রা সিগন্যাল পাঠায় যার মাধ্যমে সার্চ ইঞ্জিন খুব সহজেই পেজ এর বিষয়বস্তু ভালোভাবে বুঝতে পারে।
Example: Mountain bikes as my primary keyword and buy cheap mountain bikes is a secondary keyword

LSI Keywords:

LSI (Latent Semantic Indexing) Keywords are conceptually related terms/phases that search engines use to deeply understand the content on a website page. For example, let’s say you just published a blog post about tea making. They’ll also scan your page for LSI keywords (like “filter”, “temperature”, “grind”, “water”, and “tea”). And these are LSI Keywords.

Informational Keywords:

WH Question, How to, info, Tips type keywords হল Informational keywords।. They are aware they have a need or problem, are aware they want a solution and are looking for ways to do that.
Example: Name of American President? How to Swim?

Navigational Keywords:

কোন একটি ওয়েবসাইটের নির্দিষ্ট কোন পেজে যাওয়ার জন্য অথবা নির্দিষ্ট কোন ব্র্যান্ডের কোন প্রোডাক্ট বা সার্ভিস পেজে যাওয়ার জন্য যে কি-ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে নেভিগেশনাল কিওয়ার্ড কিওয়ার্ড বলা হয়।
Example: Facebook Login

Buying/Transactional Keywords:

কোন কিছু কেনার জন্য মানুষ যখন বাইং ইনটেনশনে থাকে তখন যেসকল কিওয়ার্ড ব্যবহার করে সে কোন প্রোডাক্ট বা সার্ভিস খুঁজতে থাকে তাদেরকে Buying/Transactional Keywords বলা হয়।
কোন কিবোর্ড এর সাথে নির্দিষ্ট কিছু শব্দ যুক্ত হয়ে বাইং কিওয়ার্ড তৈরি করে তাদের লিস্ট নিচে দেওয়া হল-

Seasonal keywords:

যেসকল কিওয়ার্ড এর মাধ্যমে মানুষ নির্দিষ্ট সময়ের কোন বিষয় সম্বন্ধে সার্চ করে তাদেরকে Seasonal keywords বার বলা হয়।
Example: * Halloween costume ideas * what to bake for Christmas * Valentine’s Day present for boyfriend

Misspelled Keywords:

Spelling variations এর কারণে অনেক সময় ভুল কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে যাদেরকে Misspelled Keywords বলা হয়।

 

নিম্নের উদাহরণটি দেখুন। এখানে “Shoes” কে সীড কীওয়ার্ড হিসেবে ধরে তার বিভিন্ন ভেরিয়েশান দেখানো হয়েছে।

No. Keyword Segment Examples
1 Market Segment Keywords / Modifier Added Running Shoes, Climbing Shoes
2 Customer Defining Keywords / Demographic Segmented Shoes    for Kids
3 Geo-Targeted Keywords/ Geographic Segmented Shoe store    in Dhaka
4 Product/Service intent added Shoe laces , Shoe Repair
5 Branded keywords / Brand Added Nike Shoes
6 Action-based (Direct & Secondary Action) Buy Shoes
7 Entity   added Shoes    Shop
8 Informative  (WH    Question, How to, info, Tips) How to find  the best Shoes
9 B2B Intension    added Wholesale Shoes
10 Seasonal Winter Shoes

 

Leave a Reply